তাজউদ্দীন আহমদ হত্যার বিচার হয়নি সিপিবি কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল কাফি
কাপাসিয়া(গাজীপুর) সংবাদদাতা :
মহান নেতা বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এর কথা না বললে বাঙালী হিসেবে আমি অকৃতজ্ঞ। সেই তাজউদ্দীন আহমদ এর হত্যার বিচার হয়নি। আমরা এই হত্যার বিচার চাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিশ^ ব্যাংকের কাছে তাজ উদ্দীন আহমদ মাথা নত করেননি। তিনি আরও বলেন, ৪৭ বছর ধরে বাঙালীর বুকে একতা চলছে। বজলুর রহমান একতা প্রতিষ্ঠা করেছেন। এরশাদ ও তাঁর স্ত্রী একসাথে ভোট দিচ্ছে এমন ছবি প্রকাশিত হওয়ায় একতা পত্রিকা বন্ধ করে দিয়েছিলো তাঁর সরকার। গাজীপুরের কাপাসিয়ায় সাপ্তাহিক একতা’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একতা পাঠক ফোরাম এর উদ্যোগে ১ আগষ্ট মঙ্গলবার বিকালে কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে পাঠক ও সুধী সমাবেশে সিপিবি প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল কাফি রতন এসব কথা বলেন।
একতা পাঠক ফোরাম কাপাসিয়ার আহবায়ক সাংবাদিক মন্জুুরুল হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিপিবি গাজীপুর জেলা সভাপতি জয়নাল খান, গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর কেন্দ্রীয় সহ-সভাপতি জিয়াউল কবির খোকন, সিপিবি নেতা দুলাল সিকদার, ছাত্র ইউনিয়ন সাবেক সভাপতি মানবেন্দ্র দেব, ছাত্র ইউনিয়ন গাজীপুর জেলা শাখা সভাপতি মেহেদী হাসান, কৃষক সমিতি নেতা আলতাফ হোসেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিট চীফ নুরুল আমীন সিকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিপিবি কাপাসিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
অন্যানের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেস ক্লাব সাবেক সভাপতি এফএম কামাল হোসেন, উদীচী কাপাসিয়া শাখার প্রচার সম্পাদক সোয়েব সিকদার, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক আসাদুল্লাহ মাসুম, সাংবাদিক খাইরুন নাহার, সাংবাদিক সাইদুল ইসলাম রনি, সাংবাদিক সাগর আহমেদ , সাংবাদিক মুহিত আল হাসান ও সাংবাদিক জাহাঙ্গীর আলম, প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ যুব ইউনিয়ন, ক্ষেতমুজুর সমিতি, ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দেড় শতাদিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সভার শুরুতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ক্ষুদে শিল্পীরা সঙ্গিত পরিবেশ করেন। আবৃত্তিকার ও গ্রামীণ ফোন লি. এর আঞ্চলিক ব্যাবস্থাপক ইমরুল কায়েস ও আবৃত্তিকার রওনক জাহান শ্রাবন্তী কবিতা আবৃত্তি করেন। পরে একতার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
মন্জুরুল হক