দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে মনিটরিং টিমকে সক্রিয় হওয়ার নির্দেশ: বাণিজ্যমন্ত্রী
কোরবানির ঈদ সামনে রেখে দ্রব্যমূল্য যাতে না বাড়ে সেজন্য বাজার মনিটরিং টিমকে আরও সক্রিয় করার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবের সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বৃদ্ধির প্রশ্নে তিনি বলেন, এটি সাময়িক, পেঁয়াজের দাম কমে যাবে।
ঈদে নিত্যপণ্যের দাম না বাড়ার আশ্বাস দিয়ে মন্ত্রী আরও বলেন, চালের দাম এরইমধ্যে কমেছে।