ভালো আছে তোফা-তহুরা, শঙ্কামুক্ত হতে সময় লাগবে ১০ দিন
তোফা ও তহুরা ভালো আছে— তাদের অল্প করে স্বাভাবিক খাবার দেয়া হচ্ছে পাশাপাশি স্যালাইনও এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ উল হক।
বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজে এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
সংক্রমণের ঝুঁকি কমাতে তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানান তিনি।
সংযুক্ত শরীর নিয়ে জন্ম নেয়া শিশু তোফা-তহুরা অস্ত্রোপচারের পর ভালো আছে তবে শঙ্কামুক্ত হতে অন্তত ১০ দিন সময় লাগবে।
চিকিৎসকরা জানান, শিশু দুটির পায়খানার জন্য পেটের মধ্যে বিকল্প একটি রাস্তা করে দেয়া হয়েছে। ৬ মাস পর পায়ুপথ ও মাসিকের রাস্তার জন্য অপারেশনের পর এটি বন্ধ করে দেয়া হবে। অপারেশনের পর দুই শিশুর সুন্দরভাবে জ্ঞান ফিরেছে উল্লেখ করে তারা বলেন, তারা খাবার খেয়েছে। তবে এখনো ঝুঁকিমুক্ত নয়।
গতকাল-মঙ্গলবার জোড়া লাগা যমজ শিশু তোফা ও তহুরাকে আলাদা করা হয়—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার চলে।
সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তাদের অস্ত্রোপচার শুরু হয়েছে সময় লাগে প্রায় পারে ছয় ঘণ্টা।
শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনা শিউলি বলেন, ওরা দুজন এখন আলাদা।
বিভিন্ন বিভাগের প্রায় ত্রিশজন চিকিৎসক দুটি দলে ভাগ হয়ে দীর্ঘ এ অস্ত্রোপচারে অংশ নেন। অচেতন করাসহ প্রাথমিক পর্যায়ের কাজ শেষে একদল চিকিৎসক শিশু দুটির দেহ আলাদা করার কাজ শুরু করেন।
দুপুরে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফুল হক কাজল সাংবাদিকদের বলেন, তোফা ও তহুরার স্পাইনাল কর্ড ও মেরুদণ্ড আলাদা করতে পেরেছেন তারা। শিশু দুটি ভালো আছে।
দুই শিশুকে আলাদা করার পর দুপুরে চিকিৎসকদের অন্য দলটি শুরু করেন দ্বিতীয় পর্যায়ের কাজ।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফ উল হক শিশু দুটির অস্ত্রোপচারের বিষয়টি জানান।
জন্মের পর থেকে ১০ মাস তোফা ও তহুরা একসঙ্গে বড় হয়েছে। পিঠের কাছ থেকে কোমরের নিচ পর্যন্ত তারা পরস্পরের সঙ্গে সংযুক্ত। দুজনের পায়খানার রাস্তা একটি। তবে জোড়া লাগা এই যমজের মাথা-হাত-পা আলাদা। এখন তারা আলাদা হবে।
তোফা-তহুরা যেভাবে জোড়া লাগানো, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘পাইগোপেগাস’।
শিশু দুটোর অস্ত্রোপচারে বিভিন্ন বিভাগের প্রায় ১৬ জন সার্জন যুক্ত থাকবেন। তাদের আলাদা করার পর দুটো অপারেশন থিয়েটারে দুই দলে ভাগ হয়ে কাজ করবেন সার্জনরা। অস্ত্রোপচারে আনুমানিক সময় লাগতে পারে ছয় ঘণ্টা।
শিশু সার্জারি বিভাগের চিকিৎসকেরা জানান, বাংলাদেশের ইতিহাসে ‘পাইগোপেগাস’ শিশু আলাদা করার ঘটনা এটি প্রথম হবে। এর আগে অন্যান্য হাসপাতালে তিন জোড়া শিশুকে অস্ত্রোপচার করে আলাদা করা হয়েছিল তাদের ধরন ছিল আলাদা।
তোফা-তহুরার মায়ের নাম শাহিদা এবং বাবার নাম রাজু মিয়া। তাদের বাড়ি গাইবান্ধায়।
গত বছরের ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন ইউনিয়নের কৃষক রাজু মিয়া ও তার স্ত্রী শাহিদা বেগমের যমজ সন্তানের জন্ম হয় জোড়া লাগানো শরীর নিয়ে।