বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে পর্নোগ্রাফিতে আসে ফুয়াদ: র্যাব
পর্নোগ্রাফিকে ‘শিল্প’ হিসেবে মেনে বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে গ্রেফতারকৃত আসামী ফুয়াদ পর্নোগ্রাফি বিস্তারের পেশায় জড়ান বলে জানিয়েছেন র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো: সারওয়ার বিন কাশেম।
বুধবার বিকেলে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য দেন।
তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে ফুয়াদ র্যাবকে জানায় ব্যক্তি জীবনে সে ইংরেজিতে অনার্স পর্যন্ত লেখাপড়া করে বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করত। কিন্তু পর্নোগ্রাফির প্রতি ঝোঁক সামলাতে না পেরে তিনি এই পেশায় জড়িয়ে পড়েন। তিনি নিজেকে পর্নোগ্রাফির একজন শিল্পী মনে করে পর্নোগ্রাফিকে শিল্প বলে মানত।’
র্যাব-১ অধিনায়ক বলেন, ‘পর্নোগ্রাফির সাম্রাজ্য গড়ে তুলতে তিনি উত্তরায় নিজের দুটি ফ্ল্যাটকে কাজে লাগায়। সেখানে সে অসামাজিক কার্যকলাপের আখড়া তৈরি করে। এজন্য ফ্ল্যাটে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করার জন্য ভাড়া দিত, বিভিন্ন মেয়ে সরবরাহ করত, শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া ছেলে মেয়েদের দৃশ্য গোপনে ভিডিও ক্যামেরার মাধ্যমে ধারণ করে তাদের ব্ল্যাকমেইল করত এবং তার সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য করত।’
সে ছাত্রাবস্থা হতে প্রেমের ফাঁদে ফেলে অনেক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রতারিত করত বলেও জানান র্যাব-১ অধিনায়ক।
ফুয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় র্যাবের অভিযানে রাজধানীর উত্তরা মডেল টাউন এলাকা থেকে ইন্টারনেটের ওয়েবসাইটের মাধ্যমে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ব্যবসার মূলহোতা মো: ফুয়াদ বিন সুলতানকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির কাছ থেকে পাইরেটেড সিডি ও পর্নোগ্রাফি বিস্তারের কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, ওয়েবক্যাম ও যৌন উদ্দীপনা বৃদ্ধির জন্য ব্যবহৃত ইয়াবা উদ্ধার করা হয়।