গ্রিন কার্ড অর্ধেক করতে মরীয়া ট্রাম্প
এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে সিনেটে একটি নতুন বিলের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়ই যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিলেন তিনি।
হোয়াইট হাউজে ট্রাম্প বুধবার নতুন এই অভিবাসন ব্যবস্থার বিষয়টি প্রকাশ করেন। সেসময় সিনেটর টম কোটন ও ডেভিড পার্ডিও তার সাথে উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রাপ্তির মাধ্যমে প্রতি বছর ১০ লাখের বেশি বিদেশী নাগরিক স্থায়ীভাবে থাকার বৈধতা পেয়ে আসছিল। এই সংখ্যাটি অর্ধেকে নিয়ে আসার জন্য এপ্রিলে একটি বিল উত্থাপন করা হয়। নতুন বিলটি এরই পরিবর্তিত সংস্করণ।
মার্কিন নাগরিকদের জন্য চাকরীর সুযোগ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার কথা বলে আসছিলেন ট্রাম্প।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অর্ধশতাব্দীর মধ্যে এটাই অভিবাসন ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার হতে পারে। এটি একটি ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব।
নতুন বিলটিতে অভিবাসনের ক্ষেত্রে ‘মেধাভিত্তিক ব্যবস্থা’য় ইংরেজিতে দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং চাকরীর দক্ষতাকে প্রাধান্য দিয়ে গ্রিন কার্ড দেয়া হবে।