শ্রীপুরে মানব পাচার অভিযোগে এক নারী আটক
টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিনিয়তেই প্রকাশ হচ্ছে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়ায় মানব পাচারের সংবাদ প্রকাশ হওয়ার পরও সচেতন হচ্ছে না সাধারন মানুষ। এপাচার কারীরর সদস্যরা ছড়িয়ে সিটিয়ে রয়েছে সারা বাংলাদেশে। এরই ধারাবাহীকতায় গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া বড়চালা গ্রামে পাচার কারীরর এক সদস্যকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ধনুয়া বড়চালা গ্রামের রিদিশা ফোট এন্ড বেভেরেজ লিঃ এর সামনে থেকে পাচারকারীর এক সদস্য ছুমায়া আক্তার নিলা (১৯) কে আটক করা হয়। আটককৃত ছুমায়া আক্তার নিলা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মরিচারচর গ্রামের নূরহোসেন মিয়ার কন্যা। বর্তমানে জৈনাবাজার রবির বাড়িতে ভাড়া থেকে রিদিশা ফোট এন্ড বেভেরেজ লিঃ এ হেলপার হিসেবে চাকরি করেন। বিদেশ যাওয়া প্রলোভন দেখিয়ে একই কারখানার শ্রমিক সাথি আক্তার (১৮),কে ১ আগস্ট ময়মসিংহ পাসপোর্ট আফিসে নিয়ে যায়,পরে টের পেয়ে সাথি ওই অফিস থেকে পালিয়ে আসেন। নেত্রকোনা জেলার বারহাট্রি উপজেলার চন্দ্রপুর গ্রামের নুরু মিয়ার কন্যা সাথি। সেও একই কারখানায় হেরপার হিসেবে চাকরি করেন। শ্রীপুর থানা এস.আই লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছুমায়া আক্তার নিলা কে আটক করা হয়েছে। তবে সে মানব পাচারের সদস্য কি না তা তদন্ত করে দেখা হবে। এলাকাবাসীর কাছে মানব পাচারের মূল হোতা হিসেবে পরিচিত লিজা আক্তার নামের এক মহিলা। তার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।