মুন্সীগঞ্জের গজারিয়ায় সরব আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরব হয়েছে গজারিয়ার ভোটের রাজনীতি। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন জনসংযোগে। নানা অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে চালিয়ে যাচ্ছে নির্বাচনের আগাম প্রচারণা। মুন্সীগঞ্জ সদরও গজারিয়া মিলে মুন্সীগঞ্জ-৩ আসন। নির্বাচনী ডামাঢোল চলছে এলাকায়। সরব হয়ে উঠেছেন মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় মনোনয়ন নিয়ে চলছে ব্যাপক তোড়জোড়। বর্তমান সাংসদের পাশাপাশি সাবেক সংসদ সদস্যরাও এবার মনোনয়ন পেতে মরিয়া।আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গজারিয়া উপজেলায় নির্বাচনী আলোচনায় এগিয়ে বর্তমান সাংসদ অ্যাড. মৃণাল কান্তি দাস। আগামী নির্বাচন সামনে রেখে অব্যহত রেখেছেন সার্বক্ষণিক যোগাযোগ। আর এমপি থাকারসুবাদে নেতা-কর্মীদের অবাধে যাতায়াত ছিল তার কাছে। এ কারণে সহজেই এসব নেতা-কর্মীদের প্রিয়জন হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। তবে এক্ষেত্রে পিছিয়ে সাবেক এমপি এম ইদ্রিস আলী। নির্বাচন ঘিরে সরব হওয়ার চেষ্টা করলেও কার্যত তা হচ্ছে না। নেতা-কর্মীদের অভিযোগ, ২০০৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হলেও এলাকার জনগণের কাছে ছিলেন অনেকটাই অপরিচিত। সব সময় তাকে না পাওয়ায় নেতা-কর্মীদের মাঝে একটা চাপা ক্ষোভ বিরাজ করত। কিন্তু নেতা-কর্মীদের কিছুই করার ছিলনা। তবে ২০১৪ সালের নির্বাচনে এ আসনে নৌকা প্রতীকে বিজয়ী হন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মৃণাল কান্তি দাস। তার জয়লাভের পর থেকে নির্বাচনী এলাকার সঙ্গে সম্পৃক্ত থাকায় সহজে তৃণমূল নেতাকর্মীদের মন জয় করতে সমর্থ হন।এ বিষয়ে জানতে চাইলে গজারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি সোলমান দেওয়ান জানান, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগেরগণজোয়ার ও আমাদের পরিশ্রমে জয়ী হন সাবেক এমপি এম ইদ্রিস আলী। প্রথমদিকে নেতা-কর্মীদের মূল্যায়ন করলেও পরবর্তীতেতিনি আর কোন নেতাকর্মীদের তার কাছে ঘেঁষতে দেননি। কিন্তুপ্রাধান্য পেত তার আত্মীয়-স্বজন। এতে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন সাবেক এমপি। কিন্তু ২০১৪ সালের নির্বাচনে মৃণাল কন্তি দাস পাস করলে নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। এ প্রসঙ্গে জানতে চাইলে মৃণাল কান্তি দাস বলেন, বর্তমান সরকার দেশে যেভাবে উন্নয়ন করেছে তাতে জনগণ আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতেচায়। এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জ-৩ আসনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিলেআবারো নিবার্চন করে তার হাতকে শক্তিশালী করবো!