কালীগঞ্জে এমপি পুত্র খুন প্রতিমন্ত্রী চুমকির পরিদর্শণ
লোকমান হোসেন পনির, কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জে সাবেক এমপি মোখলেছুর রহমান জিতু মিয়ার কণিষ্ঠ পুত্র হাবিবুর রহমান ফয়সাল খুনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকালে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি ঘটনাস্থল ও নিহতের বাড়ী পরিদর্শণ করেছেন। ফয়সাল খুনের ঘটনার পাঁচদিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত খুনের ক্লু উদঘাটন ও মূল আসামী সন্ত্রাসী রিমনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এসময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কামাল উদ্দিন দেওয়ান, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, অফিসার ইনচার্জ আলম চাঁদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তরিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, পৌর যুবলীগের সভাপতি বাদল হোসেন, সহ সভাপতি লোকমান হোসেন পনির, দফতর সম্পাদক আশরাফুল হক শিশির, যুবলীগ নেতা মাসুদ, পারভেজসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী।
প্রতিমন্ত্রী চুমকি নিহতের বাড়ীতে পরিবারের সদস্যদের নিকট ঘটনার বিবরণ শুনে তাদের শান্তনা দিয়ে বলেন, ফয়সালের মতো তরতাজা যুবকের প্রাণ অকালে ঝরে যাক এটা কখনোই কাম্য নয়। হত্যাকারীদের অবশ্যই আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। এসময় তিনি অফিসার ইনচার্জের নিকট মামলার অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিয়ে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারে নির্দেশ প্রদান করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তরিকুল ইসলাম জানান, রিমন বারবার স্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতার করা যাচ্ছে না। তাকে গ্রেফতারের সর্বাত্বক প্রচেষ্টা অবহ্যাত আছে। ইতিমধ্যে নওশাদ নামে এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।