ফটিকছড়িক থেকে মোটর সাইকেল সহ ৩ চোরাকারবারী’কে গ্রেফতার করেছে র্যাব
ফটিকছড়িকসংবাদদাতা:
চট্টগ্রাম র্যাব-৭, জেলার ফটিকছড়ি খাগড়াছড়ি রোডস্থ ভাই ভাই মোটর সার্ভিসিং সেন্টারে কতিপয় ব্যক্তি চোরাই মটরসাইকেল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান কারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ আগস্ট বৃস্পতিবারসকাল সাড়ে১১টার দিকে সিনিয়র এএসপি মিমতানুর রহমান এর নেতৃত্বে র্যাবের অভিযানে উল্লেখিত স্থানে চোরাকারবারী কে আটক করেন।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,মোঃ ফজলুল করিম @ করিম (২৫), পিতা-মোঃ ইউনুস, গ্রাম-পাইনদং ,বর্তমানে- ভাই ভাই সার্ভিসিং সেন্টার, নাজিরহাট, ফটিকছড়ি। মোঃ রবিউল হোসাইন চৌধুরী @ সজীব (২০), পিতা- মৃত রফিক, গ্রাম- বাবুনগর ,থানা-ফটিকছড়ি ও মোঃ মহিন উদ্দিন @ মহিন (২৫), পিতা-মোঃ গোড়া মিয়া, গ্রাম- পশ্চিম দলই , থানা-হাটহাজারী কে চ্যালেঞ্চ করেই আটক করেছে র্যাব-৭।
উদ্ধারকৃত মোটর সাইকেল গুলো ১। অচঅঈঐঊ-জঞজ-১৫০ (নীল রংয়ের) মটর সাইকেল-০১ টি, যার রেজি: নং-নাই, ইঞ্জিন নং-০ঊ৪উএ২৯৬৬৭৯৮, চেসিস নং-গউ৬৩৪কঊ৪৬এ২উ১৯৩৭৩, ২। উওঝঈঙঠঊজ-১২৫ (কালো, সিলভার ও মেরুন রংয়ের) মটর সাইকেল-০১ টি, যার রেজি: নং- নাই, ইঞ্জিন নং-ঔততডএঅ৭৭৬৪৭, চেসিস নং- গউ২অ১৫ইতঙএডঅ৯৭৯৯১, এবং ৩। চটখঝঅজ-১৫০ (লালও কালো রংয়ের) মটর সাইকেল-০১ টি, যার রেজি: নং-নাই, ইঞ্জিন নং-উঐতঈঋঐ৭১৭৪৩, চেসিস নং-গউ২অ১১ঈত২ঋঈঐ৯৮৯৬১ । আটককৃত ব্যক্তিদের উদ্ধারকৃত মটরসাইকেল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে কোন প্রকার কাগজপত্র উপস্থাপন এবং সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদেরকে ০৩টি মটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন যাবত চোরাই মটরসাইকেল ক্রয়-বিক্রয় করে আসছে ।
আসামী এবং উদ্ধারকৃত মোটর সাইকেল সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য পেনাল কোড এর ৪১৩ ধারা মোতাবেক জেলার ফটিকছড়ি থানায় হস্তান্তর করে মামলা রুজু করেধৃতৃদের কোর্ট প্রেরণের প্রস্ততি চলছে বলে ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা সংবাদ মাধ্যম কে জানান।