ভিসা জটিলতায় হজযাত্রীরা বিপাকে
ভিসা জটিলতায় যাত্রী সঙ্কটের কারণে দিনের প্রথম হজ ফ্লাইটটি বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। তবে জেদ্দার উদ্দেশে আরো ৪টি ফ্লাইট ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। এরইমধ্যে একটি ফ্লাইট যাবে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আজকে আর কোনো ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা নেই। ভিসা জটিলতা ও মোয়াল্লেম ফি বাড়ানোসহ নানা সমস্যায় এ পর্যন্ত বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইট বাতিল হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অন্তত পৌঁনে ৭ হাজার হজ যাত্রী।
এদিকে, ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার প্রস্তুতি নিলেও নানা জটিলতায় এখন পর্যন্ত ভিসা পেয়েছেন ৪৮ হাজার যাত্রী। তাদের মধ্যে সৌদি আরব পৌঁছেছেন ২৩ থেকে ২৪ হাজার হজ যাত্রী।