শ্রীপুরে এলাকাবাসীর হাতে দুই গরু চোর আটক ॥ গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে দুই গরু চোর শামীম আহমেদ (২৬) ও শরীফ মিয়াকে (২৮) আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার ভোরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া ফকির মার্কেট মোড়ে আটক করে চোরদের গনপিটুনি দেয়া হয় স্থানীয়রা। এসময় উত্তেজিত এলাকাবাসী তাদের ব্যাবহৃত লেগুনায় আগুণ ধরিয়ে দেয়।
আটককৃত শামীম আহমেদ ময়মনসিংহের ঈশ^রগঞ্জ উপজেলার ভাষাকুল গ্রামের দুলাল মিয়ার ছেলে ও শরীফ মিয়া শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। শামীম আহমেদ স্ব-পরিবারে দুই বছর যাবত উপজেলার টেপিরবাড়ি গ্রামের আলাউদ্দিনের বাড়িতে গত দুই বছর যাবত ভাড়া থাকে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
গরুর মালিক শাহাদাত হোসেন জানান, ভোর রাত সাড়ে ৪ টার দিকে এলাকার লোকজনের চিৎকার শুনে ফকির মার্কেট মোড়ে গিয়ে দেখি দুই গরু চোরকে আটক করেছে এলাকাবাসী। চোরেরা রাতের কোন এক সময় গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তাদের ব্যবহৃত লেগুণা বিকল হয়ে পরে। এসময় তারা লেগুণা মেরামত করতে দেরি হওয়ায় ফজরের নামাজের জন্য লোকজন বাহিরে আসলে চোর শামীম ও শরীফকে এলাকায় নতুন দেখে তাদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তারা এলামেলো কথা বললে লোকজনের সন্দেহ হয়। পরে আমি দুইটি গরু দেখে আমি নিশ্চিত করার পর লোকজন তাদেরকে গনপিটুনি দেয়। এক পর্যায়ে উত্তেজিত এলাকাবাসী তাদের ব্যাবহৃত লেগুনায় আগুণ ধরিয়ে দিলে লেগুণাটি পুড়ে যায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় সরকার জানান, আটক দুই গরু চোরকে গনপিটুনি দিয়ে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।