আগামী ১৭ আগস্টের পর হজে ভিসা পাওয়ার সম্ভাবনা কম
ভিসা জটিলতায় যাত্রী সঙ্কটের কারণে দিনের প্রথম হজ ফ্লাইটটি কয়েক ঘণ্টা বিলম্বে শনিবার সকাল ৭টায় জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে। হজ যাত্রীদের নিয়ে আজ আরো তিনটি ফ্লাইট ঢাকা ছাড়ার কথা রয়েছে।
দিনের আরো দুটি হজ ফ্লাইট গতকাল বাতিল করেছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত বিমান ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইট বাতিল হলো।
ভিসা জটিলতা ও মোয়াল্লেম ফি বাড়ানোসহ নানা জটিলতায় এ বছর ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার হজযাত্রী।
এদিকে, এ বছর অন্যান্যবারের চেয়ে টিকিটের দাম বেশি বলে অভিযোগ করছেন হজযাত্রীরা।
জানা গেছে, ৬৩৫টি হজ এজেন্সিকে টিকিট বিক্রির দায়িত্ব দেয়ার কথা থাকলেও মাত্র ৭০টি এজেন্সি এ দায়িত্ব পালন করছেন।
সব অভিযোগ খতিয়ে দেখা হবে জানিয়ে হাবের মহাসচিব বলেছেন, বিষয়টি পরিকল্পিতভাবে পরিচালনা করলে জটিলতা কমবে।
আগামী ১৭ আগস্টের পর হজে ভিসা পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে হজ অফিস।