মুক্তামনির 'বায়োপসি' সফলভাবে সম্পন্ন
সাতক্ষীরার বিরল রোগে আক্রান্ত ১০ বছর বয়সী মুক্তামনির 'বায়োপসি' সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী সোমবার মেডিকেল বোর্ডের মাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন দেবে ঢাকা মেডিকেল।
শনিবার সকাল আটটায় নেয়া হয় অপারেশনের প্রস্তুতি। পৌনে নয়টায় শুরু হয় মূল অপারেশন। এর ঘণ্টা খানেক পর তার সফল 'বায়োপসি' সম্পন্ন করার কথা জানান ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।
মুক্তামনির রক্তের প্লাটিলেড কম থাকায় 'বায়োপসি' করা যাচ্ছিল না। এ বিষয়ে আরো উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সাথে যোগাযোগ করে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।
এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরো রোগ সর্ম্পকে জেনে অস্ত্রোপচারে অস্বীকৃতি জানায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল। তারপরও ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ঝুঁকি মেনে 'বায়োপসি' করার সিদ্ধান্ত নিয়েছিল চিকিৎসকরা।
অস্ত্রোপচারের পর মুক্তামনি সুস্থ থাকার কথা এবং আই সি ইউ তে নিবিড় পর্যবেক্ষণে থাকার কথা জানান মেডিকেল বোর্ড।
এদিকে সাধ্যমত সতর্কতা মেনে সফল 'বায়োপসি' করায় ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা ও হাত না কেটেই মুক্তামনির শারীরিক সুস্থতা কামনা করেন তার বাবা-মা।