পুলিশও এলাকাবাসির হস্তক্ষেপে- ছাতকে ভয়াবহ সংঘর্ষ থেকে রক্ষা পেল ৫টি গ্রাম
ছাতক প্রতিনিধি,
ছাতকে পুলিশ ও এলাকাবাসির হস্তক্ষেপে ভয়াবহ সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে ৫টি গ্রাম। শনিবার সকালে পূর্বঘোষিত এ রক্তক্ষয়ি সংঘর্ষ হওয়ার কথা ছিল। উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরকালিদাস, চরচৌলা, টেটিয়ারচর ও চুনারুচর গ্রামবাসির সাথে বল্লভপুর গ্রামবাসির তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের পূর্বনির্ধারিত তারিখ ছিল। শুক্রবার বিকেলে টেটিয়ারচরবাজারে সওদা ক্রয়ের বিষয় নিয়ে বল্লভপুর গ্রামের আনফর আলীর সাথে টেটিয়ারচর গ্রামের জিতু মিয়ার হাতাহাতির ঘটনা ঘটে। এনিয়ে আনফরের পক্ষে বল্লভপুর ও জিতু মিয়ার পক্ষে টেটিয়ারচরসহ ৪টি গ্রামবাসির সংঘর্ষের জন্যে শনিবার সকালে দিন-তারিখ ধার্য্য করা হয়। খবর পেয়ে স্থানীয় গন্যমান্য লোকজন ও পুলিশের হস্তক্ষেপে অবশেষে ভয়াবহ সংঘর্ষের কবল থেকে রক্ষা পেয়েছে ৫টি গ্রামের মানুষ। সংঘর্ষ হলে বড় ধরনের হতাহতের আশংকা ছিল এমন ধারনা অভিজ্ঞমহলের। এব্যাপরে ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল হাসনাত জানান, পুলিশ ও এলাকাবাসিকে নিয়ে বিষয়টি দমন করতে সক্ষম হয়েছেন। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ প্রেরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করায় বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে গোটা এলাকাবাসি রক্ষা পেয়েছে।