বাহুবলে অগ্নিকান্ডে ৩টি ঘর পুড়ে ছাই ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের অর্থ প্রদান
ছনিচৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি
বাহুবলে অগ্নিকান্ডে ৩টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ৩টি পরিবার প্রায় নিঃস্ব হয়ে গেছে। গত শুক্রবার (০৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় উপজেলার সোয়াইয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে আজ শনিবার জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা তুলে দেন। এছাড়াও ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুতই প্রয়োজনী টিন ও অর্থ বরাদ্দের আশ্বাস প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার ও সাংবাদিক মনিরুল ইসলাম শামিম।
জানা যায়, উপজেলার সোয়াইয়া গ্রামের মৃত এরশাদ উল্লার পুত্র কাছুম আলী, মৃত আরজু মিয়ার পুত্র দিদার আলী ও মৃত বছন আলীর পুত্র মহিবুর রহমানের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত ঘটে। এসময় বাড়ীর মহিলারা সুরচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুণ নেবানোর চেষ্টা করেন। পরে এ ঘটনার খরব পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুণ নেবাতে সক্ষম হয়।
অপরদিকে ঘটনার খরব পেয়ে ঐ রাতেই উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ ৬ হাজার টাকা ও ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনকে শাড়ী, লুঙ্গী ও জামা-কাপড় তুলে দেন।