গাংনীর কাথুলী ও ষোলটাকা ইউপির হাজারো পরিবার পানিবন্দী
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে গত কয়েকদিনের টানা বর্ষনে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। টানা বর্ষনের ফলে কাঁচা মরিচ ও আউশ ধান ছাড়াও অন্যান্য ফসল পানির নীচে থাকায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। গৃহপালিত পশু নিয়ে দুর্ভোগে পড়েছে এলাকার সধারণ মানুষ। ভুক্তভুগীরা জানান,উপজেলার কাথুলী ইউপির রাধাগবিন্দপুর ধল রামকৃষ্ণপুর ধলা,ষোলটাকা ইউপি মহেষপুর,কাষ্টদহ,বানিয়াপুকুর ও ষোলটাকা গ্রামের হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দ্রত সময়ের মধ্যে পানি নিস্কাসনের জোর দাবি করে স্থানীয়রা জানান,পানি নিস্কাসন না হওয়ার কারনে এলাকায় পানিবাহিত চর্মরোগ দেখা দিয়েছে। রাস্তার উপর পানি জমে থাকার কারনে ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছেনা। পানি নিস্কাসনের কোন পদক্ষেপ না নেওয়ায় ফসল উৎপাদনে প্রভাব পড়বে।