চট্রগ্রামে কোয়ালিটি আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবায় রবিন চ্যাম্পিয়ন,ফাহাদ রানার্স আপ
চট্রগ্রাম দাবা খেলোয়াড় সমিতির আয়োজনে এবং সিজেকেএস দাবা কমিটির সার্বিক সহায়তায় কোয়ালিটি আইসক্রিমের আর্থিক পৃষ্টপোষকতায় আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্টে ৯ম রাউন্ড শেষে সাড়ে আট পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক খ্যাতাব প্রাপ্ত দাবাড়– মাজহার হোসেন রবিন চ্যাম্পিয়ন এবং ক্ষুদে ন্যাশনাল দাবাড়– ফাহাদ হোসেন ৮ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছেন। আর সাড়ে সাত নিয়ে যুগ্নভাবে হানিফ,ছোট মইন ৩য় স্থান পুরস্কার লাভ করেন॥
এর আগে ৫আগষ্ট শনিবার সকালে দাবার ঘুটিচাল দিয়ে দিন ব্যাপি টুর্নামেন্টের উদ্বোধন করেন সিজেকেএস সাঃ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোয়ালিটি আইসক্রিমের পরিচালক ও সানোয়ারা গ্রুফের ডেপুটি ব্যবস্থাপক মোঃ জাহেদুল ইসলাম , সিজেকেএস নিবার্হী সদস্য আ.ন.ম ওয়াহিদ দুলাল।
দাবা খেলোয়াড় সমিতির সভাপতি রাকিবুল ইসলাম সাচ্চুর সভাপতিত্বে এবং সাঃ সম্পাদক এস.এম তারেকের সঞ্চলায়নে উদ্বোধনী সভায় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস দাবা কমিটির সম্পাদিকা ফিদে মাষ্টার মিসেস তনিমা পারভীন,ফিদে মাস্টার এম.এ.মালেক প্রবীন দাবাড়– পিজে বড়–য়া বকুল,জাহাঙ্গীর আলম,বিষু চৌধুরী,এম.নাছের,আলী কায়সার।
এছাড়া গত ৪আগষ্ট সাবেক জাতীয় দাবাড়– মাহমুদুল হাসান স্মৃতি ব্লিজ রেটিং দাবাও অনুষ্ঠিত হয় বলে চট্রগ্রাম দাবা খেলোয়াড় সমিতির দপ্তর সচিব সূত্রে জানান।উক্ত ব্লিজ দাবায় ক্ষুদে ন্যাশনাল দাবাড়– ফাহাদ হোসেন অপরাজিত চ্যাম্প্য়িন হবার গৌরব অর্জন করেছেন।
আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্টে উদ্বোধন কালে মেয়র বলেন,বাংলাদেশ কে সর্বপ্রথম বিশ্ব দরবারে পরিচয় করে এই দাবা খেলার মাধ্যমে। আজ আবারো ক্ষুদে ফাহাদের মধ্যদিয়ে এ দেশ কে নবরূপে চিন্তে পারছে বিশ্ব ক্রীড়াঙ্গন । যেমনি ক্রিকেটে সাতকিরার মোস্তাফিজ বিশ্ব জয় করে এখন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে।তাই আসুন চট্রগ্রাম কে ক্রীড়াময় স্বর্নাদেশ গড়তে দাবার মতো চিন্তাশীল তারণ্য গড়ে তুলি।
শনিবার সন্ধ্যায় সিজেকেএস প্রেস কনফারেন্স মিলনায়তনে ২দিনের এই আয়োজনে বিজয়ী সহ ১৩ক্যাটাগরিতে বিভিন্ন পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ ।দুদিন পর্যন্ত চলমান উক্ত টুনামেন্টটি সুষ্ট ভাবে পরিচালনা করেন জাতীয় দাবা আরবিটার এসোসিয়েমনের সহ-সভাপতি আবু তাহের, সহকারী ছিলেন এস আই মিজান, আবু নঈম ফজলুল হক।