পঞ্চগড়ে আগস্ট জুড়ে বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী পাঠ কর্মসূচির ব্যতিক্রম উদ্যোগ
পঞ্চগড়ে আগস্ট জুড়ে বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী পাঠ কর্মসূচির ব্যতিক্রম উদ্যোগ এস কে দোয়েল, পঞ্চগড়। পঞ্চগড়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, বাঙ্গালির আত্মপরিচয়ের ঠিকানা, মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ কর্মসূচি: 'লক্ষ মুজিব ঘরে ঘরে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোকাহত পুরো আগস্ট জুড়ে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। ১১ আগস্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পঞ্চগড়ের গর্ব প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা’র পরিকল্পনা ও উদ্যোগে জেলা প্রুশাসনের সহযোগিতায় পঞ্চগড়ে ১১ আগস্ট থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। এই কর্মসূচি বাস্তবায়নে তরুণ ও নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনৈতিক চেতনা বিকাশে জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা পঞ্চগড়-১১ আসনের প্রতিটি কলেজে গিয়ে শোনাচ্ছেন বঙ্গবন্ধুর বাণী আর শিক্ষার্থীদের উপহার দিচ্ছেন ‘অসমাপ্ত আত্মজীবনী’। আত্মজীবনী পাঠ শেষ হলে কলেজ, উপজেলা এবং জেলা এ তিন পর্যায়ে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” এর উপর প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হবে। জেলার তিনটি উপজেলার উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এ কর্মসূচিতে অংশ নিতে পারবে। এজন্য বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। এই কর্মসূচি বাস্তবায়নে এর বিশেষ উদ্যোক্তা নাঈমুজ্জামান মুক্তা গত ২আগস্ট পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, আটোয়ারীর মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ, বঙ্গবন্ধু আদর্শ মহাবিদ্যালয়, বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়, টুনিরহাট ডিগ্রি কলেজ ও ৩ ৩ আগস্ট তেঁতুলিয়া ডিগ্রি কলেজ, কাজী শাহাবুদ্দিন ডিগ্রি কলেজসহ জেলার অন্যান্য কলেজের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বঙ্গবন্ধুর চেতনা বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও তিনি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শ, রাজনৈতিক চেতনা এবং ১৫ আগস্টের কালো রাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারকে নির্মমভাবে হত্যার ইতিহাস তুলে ধরছেন। এর সাথে তুলে ধরছেন বর্তমান সরকারের সকল উন্নয়ন চিত্র। তথ্যপ্রযুক্তির উৎকর্ষে বর্তমান দেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এই তথ্যখাতকে ব্যবহার করে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান, নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে পঞ্চগড় এক’কে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চান তিনি। আর এসকল কার্যক্রম সম্পর্কে জানতে ফেসবুকে খোলা হয়েছে