না’গঞ্জে পাঁচ খুন: একমাত্র আসামি মাহফুজের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের আলোচিত পাঁচ খুন মামলায় একমাত্র আসামি মাহফুজকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম হোসনে আরা আকতার এ রায় ঘোষণা করেন।
প্রসঙ্গত: ২০১৬ সালের ১৬ জানুয়ারি রাতে শহরের বাবুরাইল এলাকা থেকে গৃহবধূ তাসলিমা, তার ছেলে শান্ত, মেয়ে সুমাইয়া, তাসলিমার ছোট ভাই মোরশেদুল ওরফে মোশাররফ ও তার জা লামিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পরদিন ১৭ জানুয়ারি সকালে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে তার ভাগ্নে মাহফুজ, ঢাকার কলাবাগানের নাজমা ও শাহজাহানকে সন্দেহভাজন আসামি উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
ওইদিন রাতেই মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত বছরের ৬ এপ্রিল মামলার তদন্তের পর ভাগ্নে মাহফুজকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
এ মামলায় সর্বমোট ২৩ সাক্ষীর সবার সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।
নারায়ণগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন বলেন, আসামিকে ৫ জন হত্যার ঘটনায় আদালত পাঁচ বার মৃত্যুদণ্ড দিয়েছে তবে একবার মৃত্যুদণ্ড কার্যকর করা হলেই বাকিগুলো কার্যকর বলে গণ্য হবে।