১০ আগস্টের মধ্যে হজ এজেন্সিগুলো আবেদন না করলে ব্যবস্থা
অভিযুক্ত ৪৮ হজ এজেন্সি যদি আগামী ১০ আগস্টের মধ্যে হজযাত্রীদের ভিসার আবেদন না করে তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলেও সাবধান করেছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
কিছু হজ এজেন্সি সময়মত রির্পোট না করায় ফ্লাইট নিয়ে এ সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে এজেন্সির মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
যাত্রী সংকটের কারণে আজও-মঙ্গলবার বাতিল হয়েছে তিনটি হজ ফ্লাইট— এ নিয়ে বিমান ও সৌদি ইয়ারলাইন্সের হজ ফ্লাইট বাতিল হল ২১টি।
এদিকে, হজ এজেন্সিস অব বাংলাদেশ-হাবের মহাসচিব এ জটিলতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।
তিনি বলেন, একজন হজযাত্রীও দেশে থাকবেন না সবাই হজে যাবেন।
গত ২৪ জুলাই শুরু হয়েছে এবারের হজ ফ্লাইট। হজে যাচ্ছেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এ পর্যন্ত হজের উদ্দশ্যে জেদ্দা পৌঁছেছেন প্রায় পঞ্চাশ হাজার হজ যাত্রী।।
এরইমধ্যে ভিসা-টিকিট, মোয়াল্লেম ফি, সৌদি সরকারের নির্ধারণ করা দুই হাজার রিয়াল, হজ এজেন্সিগুলোর ভিসার আবেদন না করাসহ নানা জটিলতায় বিমান ও সৌদি এয়ারলাইন্সকে বাতিল করতে হয়েছে ২১টি ফ্লাইট।
হজ ক্যাম্পে হজ এজেন্সির মালিকদের সঙ্গে বৈঠক করে ধর্মমন্ত্রী মতিউর রহমান আগামী ১০ আগস্টের মধ্যে অভিযুক্ত বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন।
ইতোমধ্যে হজযাত্রীদের এইসব জটিলতা অনেকটা কেটে গিয়েছে বলে জানান হাবের মহাসচিব।
জটিলতার নানা কারণ তুলে ধরে তিনি বলেন, শতভাগ হজযাত্রীই এবার হজে যাবেন।
হজযাত্রা নিয়ে এ জটিলতার জন্য সমন্বয়হীনতাকে দায়ী করেন হাবের এই সাবেক সভাপতি।
এ অবস্থা দ্রুত নিরসন না করলে বেশ কিছু সংখ্যক হজযাত্রী অনিশ্চয়তার মুখে পড়বে বলেও আশংকা ব্যক্ত করেন তিনি।
এদিকে, বিমানের পক্ষ থেকে বলা হয়েছে আবারো যদি ফ্লাইট বাতিল করতে হয় তাহলে হজ ফ্লাইট পরিচালনা করা তাদের জন্য কঠিন হয়ে পড়বে।