চট্টগ্রাম বন্দর নগরী সড়কের বেহাল দশায় ৩ জনের প্রাণহানি ও ২ জন আহত ।
এম. রফিকুল ইসলাম(চট্টগ্রাম ব্যুরো) : চট্টগ্রাম বন্দর নগরী নিমতলা বিশ্বরোড়ে একটি ট্রেইলার ঢ-৮১-০১৭৭, পিছনে একটি সিএনজি চট্রমেট্রো-থ-১১-৮১৯৫,এর পিছনে একটি খোলা ট্রাক চট্রগ্রাম,ন-৩৩৭০,রুমানা ভবনের সংলগ্ন বন্দরের দিকে আসার পথে সিএনজি ওভার টেক করার সময়, ট্রেইলারটি খাদায় পড়ে সিএজির উপর উল্টে পড়ে । পিছন থেকে আসা খোলা ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ট্রেইলারকে ধাক্কা দেয় এতে ঘটনা স্থলে চালকসহ ৩ জন মৃত্যু বরণ করেন, গুরতর আহতবস্থায় সুজন(৩১), সাইফুল(২৬) কে ওসি বন্দর এম এম মইনুল ইসলামের সহযোগীতায় দ্রুত (চমেক) এ ভর্তি করা হয় । ফায়ার সার্ভিসের একটি ক্র্যান পুলিশের ক্র্যান ও শক্তিশালী একটি বড় ক্র্যানসহ মোট ৩টি ক্র্যান দিয়ে, সিএনজিতে থাকা মৃত ৩ ব্যাক্তিকে উদ্ধার করা হয় । মৃত ব্যাক্তিরা হলেন জসিম সিকদার(৩৮), ওয়াজেদ আলী(৬০), মোঃ মাজেদ(৪১),এদের পুর্ণাঙ্গ ঠিকানা জানা যায়নি ।
ফায়ার সার্ভিসের এম্বুলেন্সে দ্রুত (চমেক)হাসপাতালে পাঠানো হয় । এ ব্যাপারে আলাপকালে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মইনুল ইসলাম বলেন, খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে ছুটে যাই,পরিদর্শন শেষে বুঝতে পারলাম , সড়কের বেহাল দশার কারণে এ দুর্ঘটনা ঘটে ।
তিনি আরও বলেন-ঘটনা জানার সাথে সাথে আমাদের ফোর্স ও ক্র্যানানসহ এবং ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজে নেমে পড়ি ।
এ ব্যাপারে বন্দর টিআই কাসেম চৌধুরীর সাথে আলাপ কালে তিনি বলেন, সড়কের করুণ দুর্দাশাই এ ঘটনার মুল কারণ ।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা –জনাব পরিমল কুন্ড (সহকারী পরিচালক চট্টগ্রাম জেলা) ও সৈয়দ মোর্শেদ হোসেন (সিনিয়র ষ্টেশন অফিসার বন্দর) নেতৃত্বে ৭টি উইনিট উদ্ধার কাজে অংশ নেন ।
উপস্থিত ব্যক্তিদের মতামতে, সড়কতো নয় যেন এসিড়ে ঝলসানো নারী ,অতিদ্রুত সংস্কার না হলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা আছে । ঘটনার কিছক্ষন পরে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের তোর জোর দেখে অবাক হই, ইট ও বালি দিয়ে গর্ত ভরাটের অপচেষ্টা চলছে ।