খাদ্য ঘাটতি মোকাবেলায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী
বন্যার কারণে খাদ্য ঘাটতি মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে খাদ্য মজুদ করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের প্রথম সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের প্রথম সভায় তিনি আরো বলেন, দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার, এখন পুষ্টি নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। বিদেশি সাহায্য বন্ধের ভয়ে বিএনপি সরকার কখনোই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চায়নি।
পুষ্টির বিষয়ে গ্রামাঞ্চলে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন তিনি বলেন, জনগণের খাদ্য নিরাপত্তার পর এখন পুষ্টি নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
এ বছর আগাম বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আবার বন্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জনগণ যাতে খাদ্য সংকটে না পড়ে সেজন্য খাদ্য আমদানি করে মজুদের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান শেখ হাসিনা।
পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছিল, তারা দেশটাকে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল বলেও এ সময় অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছিল আগের সরকারের কাছ থেকে খাদ্য ঘাটতি পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।