রাজধানীতে নির্মাণাধীন ভবনের বাকেট ছিড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ১০ তলা ভবনের বাকেট ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আশঙ্কজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অপর ৩ শ্রমিক। এলাকাবাসীর অভিযোগ, ভবন মালিকরা অনিরাপদভাবে নির্মাণকাজ চালিয়ে আসছিলো।
মিরপুরের সেনপাড়া পর্বতার ১৩৩ নাম্বার প্লটটিতে প্রায় ২ বছর ধরে কোন রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চলছে ১০তলা ভবনের নিমার্ণ কাজ। ঠিকাদারের মাধ্যমে কাজ চালিয়ে আসছিলেন মালিকরাই।
রোববার সকাল থেকে ছাঁদ ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। সাড়ে ৮টার দিকে ১০তলার উপরের ছাদ থেকে নির্মাণ সরঞ্জাম উঠানোর সময় লোহার তৈরি বাকেট ছিড়ে পড়ে। এতে ভবনের নিচে কর্মরত ৭ জন শ্রমিক আহত হন।
গুরুতর অবস্থায় ৩ জনকে পঙ্গু হাসপাতালে আনা হলে, ১ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের অবস্থার প্রেক্ষিতে রাজধানীর কয়েকটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সিটি করপোরেশনে জরিপে ৩২৭৪৪ নং দাগে ৪ কাঠা এ জমির মালিকদের নামের তালিকায় বেশ কয়েকজন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার নাম পদবীসহ উল্লেখ করা হয়েছে। এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উল্লেখ করেও দেয়া আছে একজনের নাম।
সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই এ ধরনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি এলাকাবাসী।