স্কুলের আলমারির নিচে চাপা পড়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রামে সেন্ট প্লাসিডস স্কুলে আলমারির নিচে চাপা পড়ে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরে স্কুলের লাইব্রেরিতে এ ঘটনা ঘটে। এভাবে আলমারি পড়ে মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা।
আর ক'দিন বাদেই পূজা। ছুটিতে বাবা-মা আর ছোট ভাইকে নিয়ে দাদা বাড়ি যাওয়ার কথা ছিলো জয়দেবের। তবে পূজার আনন্দ নয়, দেবাশীষ দত্তের ঘরে এখন শোকের মাতম।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জয়দেবের মা মিন্টু সরকার এই স্কুলের লাইব্রেরিয়ান। স্কুল শেষে লাইব্রেরিতে ছেলেকে পড়াচ্ছিলেন তিনি। দুপুর ২টার দিকে স্কুলে ছুটির ঘণ্টা পরার পর, অন্যান্য শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হওয়ার সময় জয়দেবের পেছনে থাকা একটি আলমারিতে ধাক্কা লাগে। এতে আলমারিটি তার ওপর এসে পড়ে। গুরুতর আহত হয় সে। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক জয়দেবকে মৃত ঘোষণা করেন।
এভাবে আলমারি পড়ে মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। এর আগে ২০১৬ সালের অক্টোবরে সেন্ট প্লাসিডস স্কুলের খেলার মাঠের দেয়াল ধসে বাবা ও ছেলের মৃত্যু হয়।