পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে বন্যা মোকাবিলায়
বন্যা মোকাবিলায় দিনরাত কাজ করে যাচ্ছে সরকার উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বন্যা মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে।
চলমান বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে সোমবার রাজধানীর মহাখালীতে দুর্যোগ অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
বন্যা মোকাবিলায় এ পর্যন্ত সরকারের নেয়া নানা উদ্যোগের বিবরণ দেন মন্ত্রী।
বন্যার্তদের পাশে আছে সরকার--এ কথা জানিয়ে তিনি আরো বলেন, সারাদেশে বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা প্রকাশ করেন
মন্ত্রী বলেন, বন্যা কবলিত প্রতিটি জেলায় আশ্রয় কেন্দ্র খোলাসহ বিভিন্ন প্রস্তুতি নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে যা যা করা দরকার তাই করা হবে বলে জানান তিনি।
এ সময় বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির রাজনীতি করার সমালোচনা করে মায়া বলেন, বিদেশে বসে ফাঁকা বুলি না ছেড়ে বন্যার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসুন।