কাতারে বিনা ভিসায় প্রবেশের তালিকায় নেই বাংলাদেশ, হতাশ প্রবাসীরা
কাতারে ভিসা ছাড়া প্রবেশের ৮০টি দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকায় হতাশ প্রবাসী বাংলাদেশিরা। বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক কাতার বিনির্মাণে অবদান রাখলেও তাদের মূল্যায়ন করেনি কাতার। বিনা ভিসায় বাংলাদেশি পর্যটকরা যেন কাতারে প্রবেশের সুযোগ পায় সে ব্যাপারে দূতাবাসকে কাতার সরকারের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান প্রবাসীরা। ২০২২ সালের ফুটবল বিশ্ব কাপের আয়োজক এবং তেলের দেশ হিসেবে পরিচিত কাতার। বিনা ভিসায় দেশটিতে প্রবেশে পশ্চিমাদের সঙ্গে ভারতের নাম থাকলেও নেই বাংলাদেশের নাম। কাতারের এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে প্রবাসী বাঙ্গালিরা। এক প্রবাসী বলেন, '৮০টা দেশের নাম এখানে আছে। এর ভেতরে আমাদের বাংলাদেশের নাম নেই। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়।' এদিকে বাংলাদেশের নাগরিকেরা যেন বিনা ভিসায় কাতারে প্রবেশ করতে পারে সে বিষয়ে দূতাবাসকে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান কমিউনিটির নেতারা। কাতারের কমিউনিটি নেতা আতিকুল মাওলা মিঠু বলেন, 'কাতারে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক এবং ব্যবসায়ীরা আছেন। আমি সমস্ত ব্যবসায়ী এবং শ্রমিকদের অনুরোধ জানাবো, আপনারা বাংলাদেশ দূতাবাসের কাছে অনুরোধ জানান, যেনো বাংলাদেশ থেকে পর্যটকরা অনারেবল ভিসা নিয়ে কাতারে আসতে পারে। আমি আশা রাখবো, আমাদের মহামান্য রাষ্ট্রদূত এ কাজটি করবেন এবং কাতার সরকারের সঙ্গে আলোচনা করবেন।' সৌদি আরবসহ প্রতিবেশী কয়েকটি দেশের অবরোধ আরোপের মধ্যেই এ সিদ্ধান্ত নিল কাতার। ৮০টি দেশের নাগরিকদের বিনা ভিসায় দেশটিতে প্রবেশের সুযোগ দিয়ে অবরোধের কারণে অর্থনৈতিকভাবে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতেই এ সিদ্ধান্ত কাতার সরকারের। গেল ৫ই জুন সন্ত্রাসবাদে অর্থায়ন ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে কাতারের সঙ্গে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন। তবে সৌদি জোটের এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাতার।