সমতার ভিত্তিতে নতুন ভারত গড়বো, স্বাধীনতা দিবসে মোদির অঙ্গীকার
আন্তর্জাতিক ডেস্ক: ২০২২ সালের মধ্যে সমতার ভিত্তিতে নতুন ভারত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ মঙ্গলবার সকালে রাজধানী দিল্লির লালকেল্লায় ভারতের ৭১তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া ভাষণে এ প্রত্যয় জানান তিনি। সকলে মিলে একসাথে পরিবর্তন আনা সম্ভব বলেও জানান মোদি। জঙ্গিবাদের প্রতি নমনীয় হওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।
রাজঘাটে জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ভারতের ৭১তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর পর লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড অব অনার পরিদর্শন করেন তিনি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান মোদি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে দেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন তিনি। ২০২২ সালের মধ্যে সমতার ভিত্তিতে নতুন ভারত গড়ার প্রতিজ্ঞা করতে দেশবাসীর প্রতি আন জানান প্রধানমন্ত্রী।
কাশ্মীর ইস্যুতে মোদী বলেন, বাজে মন্তব্য কিংবা বুলেটের বদলে কাশ্মীরবাসীকে সাথে নিয়েই অশান্ত উপত্যকাটির সমস্যা সমাধান করতে হবে। জঙ্গিবাদের প্রতি নমনীয় মনোভাব দেখানো যাবে না বলে জানান তিনি। এ সময় উত্তরপূর্ব ভারতের বন্যা কবলিতদের দুর্ভোগের কথা উল্লেখ করেন মোদি। উত্তর প্রদেশের হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায়ও শোক প্রকাশ করেন তিনি।
এদিকে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে, নতুন ভারত গড়তে সরকারের অংশীদার হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।