ফেনীতে র্যাব-৭ এর অভিযানে বিদেশী মদ ও ট্রাকসহ আটক ১
এম.রফিকুল ইসলাম(চট্টগ্রাম ব্যুরো) : বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা ট্যাবলেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড়ের জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৭, ফেনী ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ঢাকা হতে চট্টগ্রামের দিকে গাড়িতে বহন করে মাদক নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ২.৩০ ঘটিকার সময় স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ছাগলনাইয়া থানাধীন ইকবাল এন্ড সন্স সি.এন.জি কমপ্লেক্স লিমিটেড নতুন মহুরীগঞ্জ এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাকা রাস্তার বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে। গাড়ি তল্লাশী করাকালীন সময়ে উক্ত স্থানে একটি ট্রাক চালিয়ে যাওয়ার সময় গাড়িটি চেক করার জন্য সিগন্যাল দেন। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে ট্রাকটি না থামিয়া দ্রুত গতিতে চালিয়ে র্যাব সদস্যদেরকে অতিক্রম করে যাওয়ার চেষ্টাকালে সি.এন.জি কমপ্লেক্স লিমিটেড এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তার বাম পাশে থামিয়ে পালানের চেস্টাকালে র্যাব সদস্যদের সহায়তায় মোঃ ইসহাক (৫১) পিতা-মৃত আবুল বাশার, সাং-উত্তর পতেঙ্গা কাঠগড় দুমপাড়া, ৪০ নং ওয়ার্ড, থানা-পতেঙ্গা ও জেলা-চট্টগ্রাম, বর্তমান ঠিকানা-মোঃ নেছার আহম্মদ এর ভাড়াটিয়া, তুলাতুলি রোড বাদশা পেট্রোল পাম্পের পিছনে, জলির গেইট, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রামকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ট্রাকটি তল্লাশী করিয়া ধৃত আসামী তার দেখানো এবং বর্ণিত ট্রাকে রক্ষিত নিজ হাতে বাহির করে দেওয়া মতে ৩০৬ টি বিদেশী মদের বোতল। যার সর্ব মোট পরিমাণ সর্বমোট মূল্য অনুমান ৫,২৭,০০০ টাকা। মদ বহনকৃত ০১(এক) টি ট্রাক যার রেজিঃ নম্বর সিলেট-ড-১১-১৫৮৮ উদ্ধার করে। ট্রাকটির মূল্য অনুমান ৪০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।