ভিসা জটিলতায় ৭ হাজারের বেশি হজযাত্রী
শেষ দুই দিনের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন না হলে ৭ হাজারের বেশি যাত্রীর হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়বে। সৌদি দূতাবাসে ভিসার জন্য পাসপোর্ট জমা দেয়ার সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঢাকায় সৌদি দূতাবাসে আর কোনো হজযাত্রীর ভিসার আবেদন জমা নেই। ১৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৯২৪ জন হজযাত্রীর সবাইকে ভিসা দেয়া হয়েছে। তবে এখনো ৭ হজ যাত্রী ভিসা পাননি বলে জানিয়েছে হজ অফিস।
এদিকে, ফ্লাইট বাতিল সমস্যা কাটিয়ে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে জেদ্দাগামী হজ ফ্লাইট। আজ (বুধবার) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭টি এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে অর্ধেক আসন খালি রেখেই এ পর্যন্ত দিনের ৩টি ফ্লাইট ছেড়ে গেছে।
জানা গেছে, বিমানের বিকেল ৫টা ২৫মিনিটের ফ্লাইট বিলম্বে ছাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।