নিজ দেশের চাকরি ছেড়ে বাংলাদেশে চম্পাকা
নিজ দেশের জাতীয় দলের হয়ে কাজ করছিলেন চম্পকা রামানায়েকে। এ দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছিলো তাকে আবার বাংলাদেশ দলের সঙ্গে সম্পৃক্ত করতে। এই পরিস্থিতিতে বিসিবির প্রস্তাব পেয়ে নিজ দেশের চাকরি ছেড়ে বাংলাদেশে এসে পড়েছেন এই লঙ্কান কোচ। আজ সংবাদ মাধ্যমের সঙ্গে মুখোমুখিও হয়েছেন তিনি।
দিন কয়েক বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানান যে, জাতীয় দলের বাইরে থাকা তরুণ পেসারদের পরিচর্যার জন্যই তারা চম্পাকাকে বাংলাদেশে আনতে চান। তখনও শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন তিনি।
এর মধ্যেই খবর আসে যে, শ্রীলঙ্কার দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। এরপর বিসিবি চম্পাকার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও শেষ করে এবং তাকে বাংলাদেশে নিয়ে আসে।
আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চম্পাকা বলেন, ‘আমাকে আমার দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। আমি জাতীয় দলের বাইরে থাকা তরুণদের নিয়ে কাজ করবো। সাত বছর আগে আমি বাংলাদেশের একাডেমিতে কাজ করেছি। তখন আমার দায়িত্ব ছিলো তরুণদের জাতীয় দলের জন্য প্রস্তুত করা। আর এখন কাজটা একটু অন্য রকম।’
পেস বোলারদের নিয়ে বিসিবির বিশেষ গুরুত্ব বিষয়ে তিনি বলেন, 'বিসিবির নিশ্চয় দারুণ পরিকল্পনা আছে। আর বাংলাদেশের ক্রিকেট বদলে যাওয়া নিয়ে লঙ্কান যোগাযোগ আছে। চান্দিকা আসার পর বাংলাদেশের ক্রিকেট অনেক বদলে গেছে। তার সঙ্গে ক্লাব ক্রিকেটে ও জাতীয় দলে অনেক দিন খেলেছি। এখন আমার কাজ আগের চেয়ে সহজ হবে।'
জানা গেছে, চম্পাকা বাংলাদেশের হাই পারফর্ম্যান্স দলের সঙ্গে কাজ করবেন। আগামী দুই বছরের জন্য তাকে এই দায়িত্ব দিয়েছে বিসিবি। এ ছাড়া প্রয়োজন হলে তাকে জাতীয় দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সহকারী হিসেবেও দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে।