অবৈধ কাপড় উদ্ধার ঝুঁট বোঝাই একটি ট্রাকও জব্দ করেছে বেপজা কর্তৃপক্ষ
আব্দুস সাত্তার, সাভার ও আশুলিয়াঃআশুলিয়ার ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) থেকে আবারও অবৈধভাবে পাচার কালে ঝুঁট বোঝাইকৃত ট্রাক থেকে কারখানার বিপুল পরিমাণ কাপড় উদ্ধার করেছে বেপজা কর্তৃপক্ষ। এ ঘটনায় ঝুঁট বোঝাই একটি ট্রাকও জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে বিকেল আশুলিয়ার রপ্তানী প্রক্রিয়াকরণ পুরাতন জোন এলাকায় থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
বেপজার সিকিউরিটি ইনর্চাজ সোয়েব উদ্দিন জানান, রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা থেকে অসংখ্য ট্রাক, কাভার ভ্যান, পিকআপে করে কারখানার মালামাল নিয়ে আসা-যাওয়া করে। সেগুলো নিয়মিত তল্লাশী শেষে ছারপত্র প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে একটি ট্রাকে করে ঝুঁট নিয়ে যাওয়ার সময় তল্লাশী করা হয়। এতে ঝুঁট কাপড়ের নীচে কারখানার বিপুল পরিমাণ অবৈধ কাপড় পাওয়া যায়। পরে ট্রাকসহ মালামালগুলো উদ্ধার করা হয়। জানা জায়, ইপিজেডের পুরাতন জোনের সাউথ চায়না গ্রæপের এ্যক্টর স্পোর্টিং নামের একটি ক্যাপ ও জার্সি তৈরি কারখানার ঝুঁট নিয়ে এই ট্রাকে করে বের হচ্ছিল। আরও যাচাই-বাছাই করে কে বা কারা এর সাথে সংশ্লিষ্ট সে সর্ম্পকে বলা যাবে। তবে কারখানর ঝুঁট লাইসেন্সধারী ই¯্রাফিল এন্টারপ্রাইজ।
পরে, এ বিষয়ে ঢাকা ইপিজেড কাস্টমসের উপ-কমিশনার নাজিউর রহমান জানান, সাউথ চায়না গ্রæপের এ্যক্টর স্পোর্টিং কারখানা থেকে বের হওয়া ঝুঁটের ট্রাকে অবৈধভাবে পাচার কালে প্রায় সাত টনের অধিক কাপড় উদ্ধার করা হয়। কাস্টমস বাদী হয়ে ঐ কারখানার বিরুদ্ধে অবৈধভাবে পণ্য পাচারের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া কারখানার কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ই¯্রাফিল এন্টারপ্রাইজের বিরুদ্ধে বেপজা কর্তৃপক্ষ লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া রয়েছে। তবে বিষয়টি বেপজার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন বলে দাবী করেন তিনি।
সাউথ চায়না গ্রæপের এক্টর স্পোর্টিং এর এডমিন ম্যানেজার তারেকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে তিনি অবগত নন। যদি জানতে পারেন তাহলে অবশ্যই বিষয়টি জানাবেন।
এ বিষয়ে ই¯্রাফিল এন্টারপ্রাইজের সত্বাধীকারী ই¯্রাফিলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের একটি ট্রাক ঝুঁট বের করে আনার সময় একটু সমস্যা তৈরী হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই একই প্রক্রিয়ায় অবৈধভাবে ঝুঁট বের করে নেওয়ার সময় আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাধারণত সম্পাদক শাহাদাত খানের সত্বাধীকারী আলিফ এন্টারপ্রাইজের একটি ট্রাক থেকে ৬৭০০ কেজি অবৈধ কাপড় জব্দ করেছিলো বেপজা কর্তৃপক্ষ। পরে কারখানা ও লাইসেন্সধারীর নামে দুটি আলাদা মামলা দায়ের করেন কর্তৃপক্ষ।