১৫৬টি স্থান যান চলাচলের অনুপযুক্ত:দেশের ঈদযাত্রা নিয়ে শঙ্কা
মহাসড়কে খানাখন্দের কারণে দেশের ১৫৬টি স্থান যান চলাচলের জন্য প্রায় অনুপযুক্ত হয়ে পড়েছে। এ অবস্থায় কোরবানির ঈদে ঘরমুখো মানুষের পাশাপাশি থাকবে কোরবানির পশু বোঝাই ট্রাকের চাপ। ফলে ঈদযাত্রা নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। তবে অনেক জায়গায় খানাখন্দ ভরাটের উদ্যোগ নেয়া হলেও মান নিয়ে রয়েছে প্রশ্ন। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ঈদের দশদিন আগেই যান চলাচলের উপযুক্ত হবে সড়কগুলো।
একেবারে র্নিঝঞ্জাট না হলেও খুব একটা খারাপ ছিলনা গতবারের ঈদ যাত্রা। দু' একটা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে সড়ক পথে যানজেটে ঘন্টার ঘন্টার অপেক্ষার চিত্র বদলেছিল অনেকাংশে। তবে এবারের প্রক্ষাপট অনেকটাই ভিন্ন। হাইওয়ে পুলিশের দেয়া তথ্য মতে দেশের মোট মহাসড়কের ১৫৬ টি স্থানে খানাখন্দের কারনে ব্যহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল।
ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা- ময়মানসিংহ মহাসড়কের অনেকাংশই ভরা খারাখন্দে। এছাড়াও ঢাকা থেকে খুলনা, বরিশাল, সিলেট যেতেও পড়তে হবে ভোগান্তিতে। তবে সবচেয়ে বেশি দূর্ভোগের আশঙ্কা উত্তর বঙ্গের মানুষের। ঢাকা টাঙ্গাইল মহা সড়কের বেহাল দশা নিয়ে রীতিমত আতঙ্কিত যাত্রী আর চালকরা। ঢাকা থেকে এলেঙ্গা পর্যন্ত কয়েক কিলোমিটার বাদ দিলে পুরো রাস্তাই যেন এক দূর্ভোগের নাম। এদিকে ঈদকে সামনে রেখে মহাসড়কের বেশ কিছু অংশে চলছে সংস্কারের কাজ।
এবারে মহাসড়কে থাকবে দুই দিকেই গাড়ির চাপ, গত ঈদের মত বন্ধ করা যাবেনা ট্রাক চলাচল। বাড়তি বিড়ম্বনা টানা বর্ষন। আর সংস্কারের এমন অবস্থা হলে তা ঘরমূখো মানুষের জন্য বিপর্যয়ের কারণ হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাছড়া ফিরতি ট্রাকে যাত্রী পরিবহনও কারণ হতে পারে দূর্ঘটনার। তবে কর্তৃপক্ষ বলছে নির্দিষ্ট সময়ের মধ্যেই চলাচলের উপযুক্ত করা হবে মহাসড়ক। তবে দূর্ঘটনা এড়াতে সাধারণ মানুষের সচেতন হওয়াও জরুরী বলে মনে করেন তারা