রাজধানীতে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম
লাগামহীন নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আবারও প্রশ্নের মুখে সরকারের তদারকি সংস্থার কার্যকারিতা। রাজধানীতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরণের সবজির দাম বেড়েছে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত। সরবরাহ সংকট না থাকলেও কমেনি ইলিশ, রুই চিংড়ি সহ অন্যান্য মাছের দাম। বিক্রেতারা বলছেন, বন্যা বৃষ্টির প্রভাবেই দামের উর্ধ্বগতি নিত্যপণ্যের বাজারে, যদিও ক্রেতাদের কাছে তা স্রেফ অজুহাত।
স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের উত্তরাঞ্চল, মারাত্মক ক্ষতিগ্রস্ত বিপুল পরিমাণ ফসলী জমি। কিন্তু বন্যা উত্তরে হলেও দক্ষিণ, পূর্ব কিংবা পশ্চিম যেখান থেকেই আসুক রাজধানীতে বাড়তে হবে নিত্যপণ্যের দাম। এমনই এক চক্রতে বন্দী কোটি মানুষের ঢাকার দৈনন্দিন জীবনপ্রবাহ।
ঢাকার পলাশী কাঁচাবাজার, থরে থরে সাজানো ডালা ভর্তি শাক সবজি দেখে সহজেই অনুমান করা যায় সংকট নেই সরবরাহে। কিন্তু দাম শুনেই বিব্রত ক্রেতারা। মাত্র সাত দিনের ব্যবধানেই বাজারে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে বেগুন, টমেটো, ঝিঙ্গা চিচিঙ্গার দাম। কাঁচামরিচ ছুঁয়েছে দেড়শ'র কোটা।
মাছ বাজারের চিত্র আরো বিচিত্র, স্বাভাবিক সময়ের চেয়ে আমদানি ঘাটতি চোঁখে পড়বেনা কারো। কিন্তু হালি প্রতি ইলিশের দাম বেড়েছে ৫ শ টাকা থেকে ১২ শ টাকা পর্যন্ত। চিংড়ি, রুই, তেলাপিয়া ছাড়াও বেড়েছে ছোট বড় সব মাছের দাম।
বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৫শ২০ টাকা দরে, খাসি ৭শ ৫০ আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১শ ৬৫ টাকা কেজিদরে। ডজনপ্রতি ১২ টাকা বেড়ে ফার্মের মুরগীর ডিম ১০৮ টাকা আর দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫৫ টাকা দরে।