হজ যাত্রীদের ভিসা আবেদনের মেয়াদ রোববার পর্যন্ত
সৌদি দূতাবাস হজ যাত্রীদের ভিসা আবেদনের মেয়াদ রোববার পর্যন্ত বাড়িয়েছে বলে জানিয়েছেন হজ ক্যাম্পের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
হজ ক্যাম্পের পরিচালক বলেন, যাত্রী সংকটে আজ আরও একটি ফ্লাইট বাতিলের পাশাপাশি দুটি ফ্লাইটের সূচি পরিবর্তন করা হয়েছে। সৌদি আরবের কোটা অনুযায়ী, এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজে যাবার সুযোগ পাবেন আর মোট ভিসা পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪২২ জন। হিসাব অনুযায়ী, এখনো ৪ হাজার ৭৭৬ জনের ভিসার আবেদন করা হয়নি। নিবন্ধিতদের মধ্যে ৭৩ হাজার ৪৫ জন মুসল্লি এরই মধ্যে সৌদি আরবে গেছেন।
এদিকে, ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি বৃদ্ধি ও বাসা ভাড়ায় বিলম্বের কারণে হজযাত্রার শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৯টি ফ্লাইট বাতিল হয়ে যায়। চাঁদ দেখা সাপেক্ষে এবার ৩০ আগস্ট ঈদ হতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৬ আগস্ট ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা থেকে হজ ফ্লাইট চালাবে।