সুনামগঞ্জের ধর্মপাশায় জুয়াড়ী ও গরুচোর সহ ১৪জন আটক
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জুয়াড়ী ও গরুচোর সহ ১৪জন আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিনগত মধ্য রাতে উপজেলার সেলবরস ইউনিয়নের কোদাইল্যা বিলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি ইঞ্জিস চালিত নৌকা জব্দ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,উপজেলার দীর্ঘদিন ধরেই গরুচুরি ও জুয়া খেলা বৃদ্ধি পায়। গত বৃহস্পতিবার রাত ২টার সময় গোপন সংবাদে জানতে পারেন কোদাইল্যা বিলে নৌকায় জুয়ার আসর বসেছে। সাথে সাথে ধর্মপাশা থানার ওসি মোঃ গোলাম কিবরিয়ার নেতৃতে একদল পুলিশ সদস্য নিয়ে অভিযান চালিয়ে জুয়ারীসহ ১৪জনকে আটক করে। এসময় জুয়ারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেও পারে নি। আটককৃতদের মধ্যে বিভিন্ন মামলার আসামী রয়েছে। আটককৃতরা হল-উপজেলার সেলবরস ইউনিয়নের শিংপুর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে শহীদ হোসেন,মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ ইসহাক আলী,আব্দুল হেকিমের ছেলে সাদিকুল,মৃত আব্দুল মালেকের ছেলে নূরনবী,একেই ইউনিয়নের বনগাবি গ্রামের নূরুল আমিনের ছেলে মোঃ আমিন,মাইজ বাড়ি গ্রামের হাসেম মুন্সির ছেলে আবেদ নূর,পাইকুরহাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত লালচানের ছেলে মোঃ শামীম,হিজলা গ্রামের মৃত হারুনর রশিদের ছেলে দৌলা মিয়া,জয়শ্রী ইউনিয়নের বাকরপুর গ্রামের খালেদুজ্জামান খোকনের ছেলে পাকন মিয়া,আবাল হোসেনের মোঃ মাসুম মিয়া,নূর হোসেনের ছেলে মাহবুব,সানবাড়ি গ্রামের মৃত প্রফুল্ল সরকারের ছেলে বাচ্চু সরকার ও সদর ইউনিয়নের ফাতেমা নগড় গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে শফিক মিয়া। ধর্মপাশা থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া এঘটনার সত্যতা নিশ্চিত করেন।