ঈদ যাত্রায় শঙ্কা উত্তরবঙ্গ মহাসড়কে খানাখন্দ,
কয়েকদিনের টানা বর্ষণে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরসহ মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আর খানা খন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রায় প্রতিদিনই যানবাহন বিকল হয়ে হচ্ছে। এতে বাড়ছে দুর্ঘটনার আশংকা। হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করতে না পারলে ভোগান্তি পোহাতে হবে ঈদে ঘরমুখো মানুষদের। তবে সড়ক বিভাগ জানিয়েছে, জরুরি ভিত্তিতে মহাসড়কে মেরামত কাজ চলছে।
খানাখন্দ আর গর্তের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। গত কয়েকদিনের বর্ষণে মহাসড়কটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের হাটিকুমরুল গোলচত্বরসহ ঢাকা-পাবনা, ঢাকা-বগুড়া ও ঢাকা-রাজশাহী মহাসড়কের বেশ কয়েকটি স্থানে খানাখন্দ আর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করায় যানবাহনগুলো প্রায়ই বিকল হয়ে যাচ্ছে। এতে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশংকা।
স্থানীয়রা জানান, প্রতিবছর রাস্তা মেরামতের কাজ করা হলেও খুব বেশিদিন টিকছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও নিম্নমানের কাজের জন্য এমন অবস্থার সৃষ্টি হয় বলে তাদের অভিযোগ।
হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানায়, মহাসড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করতে না পারলে ভোগান্তি পোহাতে হবে ঈদে ঘরমুখো মানুষদের।
তবে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী (অতি: দায়িত্ব) মোফাজ্জল হায়দায়রের দাবি, ঈদের আগেই সব সড়কের সংস্কার কাজ শেষ হবে।
প্রতিদিন এই মহাসড়ক দিয়ে ২২ জেলার প্রায় ৮ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের আগে এর সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ।