ফেনীতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭
এম.রফিকুল ইসলাম (চট্টগ্রাম ব্যুরো) : র্যাব-৭ ফেনী ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হতে ঢাকার দিকে গাড়িতে বহন করে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ৩.৩০ ঘটিকার সময় স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র্যাবের একটি চৌকস আভিযানিক দল ফেনী মডেল থানাধীন মধ্যম রামপুর সাকিনস্থ মোঃ আলী মিয়ার গ্যারেজের দক্ষিণ পার্শ্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে ঢাকাগামী রাস্তায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে। রাত ০৩.৫০ ঘটিকার সময় গাড়ি তল্লাশীকালে ঢাকা মেট্রো-ব-১৫-২১৫৬ বাসটি (শ্যামলী পরিবহন) সন্দেহ হলে থামানোর জন্য সংকেত দিলে গাড়িটি রাস্তার পাশে থামালে সঙ্গীয় র্যাব সদস্যরা যাত্রী ও গাড়ী তল্লাশী করতে থাকে। এ সময় বাসটির হেলপার ধৃত আসামি মোঃ রাসেল (২৮) র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর সময় র্যাব সদস্যরা কৌশলে গাড়ীর বাম পাশে রাস্তার উপর থেকে আটক করে। আটককালে তার ডান হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে প্লাস্টিকের ব্যাগ হতে ০৫ টি খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো প্যাকেটে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত করা হয়। ধৃত আসামি মোঃ রাসেল (২৮) পিতা-ইস্কান্দার, সাং-কলেজ গেইট, খেজুর বাগান ২নং ওয়ার্ড, থানা ও জেলা-খাগড়াছড়ি বলে স্বীকার করে। উদ্ধারকৃত মালামাল ও ধৃত আসামির বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪) এর ১৯(১) এর টেবিল ৯(খ) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।