লেকচার পাবলিকেশনের নকল নোট বই বিক্রির অভিযোগে লাইব্রেরী মালিক গ্রেফতার-১
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ লুৎফর রহমানঃ
লেকচার পাবলিকেশন লিমিটেডের নোট বই নকল করে ক্রেতার নিকট বিক্রি করার অভিযোগে পাবলিকেশন কর্তৃপক্ষ গাইবান্ধা শহরের ৪(চার)টি লাইব্রেরীর মালিকের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট সূত্রমতে জানাগেছে গাইবান্ধা শহরের শফিক লাইব্রেরী, ছাত্র বন্ধু লাইব্রেরী, সততা লাইব্রেরী ও আধুনিক লাইব্রেরীর মালিক গণ কোম্পানির ট্রেড মার্ক ব্যবহার করে কোম্পানীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করে কোম্পানী কর্তৃক প্রকাশিত বই নকল করে ক্রেতাদের মাঝে বিক্রি করে আসছিল। বাংলাদেশ পুস্তুক মালিক ও বিক্রেতা সমিতির গাইবান্ধা প্রতিনিধিগণ উপরোক্ত মালিকদেরকে সতর্ক করলেও তারা কর্ণপাত না করে পাইকারীর মাধ্যমে বইয়ের বাজারজাত করে আসছে। এমতাবস্থায় বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ শফিক লাইব্রেরী, ছাত্র বন্ধু লাইব্রেরী, সততা লাইব্রেরী ও আধুনিক লাইব্রেরী অভিজান চালিয়ে ৭১টি লেকচার পাবলিকেশন এর নকল বই উদ্ধার করে এবং বই বিক্রির অভিযোগে সততা লাইব্রেরীর মালিক মোঃ আব্দুল মতিনকে গ্রেফতার করে থানায় হেফাজতে রাখেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোঃ আব্দুল মতিন থানা হেফাজতে আছে।