আশুলিয়ায় দুই সাংবাদিককে হত্যার হুমকি
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় সংবাদ প্রকাশের দুই সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী। রবিবার দুপুরে আশুলিয়ার নিরিবিলি ও জিরানীর এলাকায় দুটি মোটরসাইকেল যোগে এসে ৫ সন্ত্রাসী এ হুমকি দেয়। এসময় তারা ওই দুই সাংবাদিককে হত্যারও হুমকি দেয়। এ ঘটনায় বাংলা নিউজের আশুলিয়া প্রতিনিধি শরীফুজ্জামান ফাহিম ও বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরী করেন। ভুক্তভুগীরা জানান, গত ১৯ আগষ্ট আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মাতবর বঙ্গবন্ধুর শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাবারের আয়োজন করেন। দুপুর ১২টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্য শেষে সোয়া তিনটার দিকে খাবার বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানস্থলে আসা হত দরিদ্র ও নি¤œ বিত্ত পরিবারের বৃদ্ধাসহ শিশুরা খাবারের অপেক্ষায় দাড়িয়ে থাকতে দেখা যায়। কাঙ্গালীদের বসিয়ে রেখে নেতাকর্মীরা কাঙ্গালী ভোজ করছিল। পরে ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক এ ঘটনায় বেশ কিছু ছবিসহ একটি প্রতিবেদন তৈরি করে। পরে শনিবার রাত ১টার দিকে বাংলা ট্রিবিউনে এ সংক্রান্ত ”তিন ঘন্টা বসে থেকে খাবার জুটলো না তাদের” এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। একই ঘটনায় রবিবার ভোরে বাংলানিউজ টুয়েন্টিফোরে কাঙ্গালীদের বসিয়ে রেখে নেতাকর্মীদের কাঙ্গালী ভোজ নামের একটি শিরোনাম প্রকাশিত হয়। পরে প্রতিনিধি শরিফুজ্জামান রবিবার দুপুরে বাসা থেকে বের হয়ে স্থানীয় একটি সড়কে পৌঁছালে সেময়ে দুপুর ১২টার দিকে দুটি মোটরসাইকেল যোগে ৫ জন দুর্বৃত্ত এ প্রতিনিধিকে হুমকি দেয়। পৌঁনে একটার দিকে বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসেন আশুলিয়ার নিরিবিলি এলাকায় পৌঁছালে সেখানেও তাকে দুটি মোটরসাইকেলযোগে ৫জন দুর্বৃত্তরা তাকেও প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনায় ওই দুই সাংবাদিক আশুলিয়া থানায় পৃথক দুটি সাধারন ডায়েরী দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানায়।