কক্সবাজার রামু সেনানিবাস এলাকা হতে ৬০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেছে র্যাব
চট্টগ্রাম ব্যুরো : র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কক্সবাজার জেলার রামু থানাধীন রামু সেনানিবাস এলাকা দিয়ে কতিপয় মাদক ব্যবসায়ী চোলাই মদ বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন রামু সেনানিবাস এলাকায় অভিযান পরিচালনা করা কালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা বহনকৃত চোলাই মদ ফেলে দৌড়ে পার্শ্বের পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল হতে ৬০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় তৈরি চোলই মদের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। উদ্ধারকৃত চোলাই মদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহনের নিমিত্তে জিডি মূলে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।