বেদে সম্প্রদায়কে উদবুদ্ধকরণে সিরাজদিখান প্রশাসন বেদেপল্লি পরিদর্শণ
মো. রুবেল মাদবর
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বেদে সম্প্রদায়কে উদবুদ্ধকরণে সিরাজদিখান প্রশাসনের পক্ষ থেকে বেদেপল্লি পরিদর্শণ করা হয়েছে।
২০ আগস্ট রবিবার দুপুরে উপজেলার মালখানাগর ইউনিয়নের তালতলা বেদেপল্লি পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানবীর মোহাম্মদ আজিম।
সুবিধাবঞ্চিতদের চিকিৎসা, শিক্ষা, জন্মনিবন্ধন, স্যানিট্রেশন ও বাল্যবিয়ে নিয়ে মোটিভেশন করা হয়েছে। এছাড়া ভূমিহীনদের ডাঙায় বাস করার দাবীতে আলোচনা করা হয়েছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানবীর মোহাম্মদ আজিম জানান, অনেকদিন ধরে তাদের বিভিন্ন পুঞ্জিভূত সমস্যা ছিল। এর মধ্যে চিকিৎসা, শিক্ষা, স্যানিট্রেশন, বাল্যবিয়ে রয়েছে। এছাড়া তাদের মধ্যে কুসংস্কারের কারণে টিকা দেওয়ার প্রবনতাটা কম ছিল।
সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে ওদেরকে মোটিভেট করে সরকারের সেবাগুলোর আওতায় যাতে আনা যায় সে লক্ষে কাজ করা। আমি স্বাস্থ্যকর্মি ও স্থানীয় প্রতিনিধিদের সাথে নিয়ে তাদের সাথে কথা বলেছি। তাদের কিছু সুযোগ সুবিধা বারিয়ে দেওয়া গেলে বাল্য বিয়ে এবং শিক্ষায় তারা আরো সচেতন হবে।
এ সময় সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, মালখানগর ইউপি সচিব আমিনুল ইসলাম, দৈনিক আমার বার্তার উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদ, সদস্য হারুন অর-রশীদসহ স্বাস্থ্যকর্মি ও স্থানীয় প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।