নীলফামারী -৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোকছেদুলের গণসংযোগ অব্যাহত
শাহ মো: জিয়াউর রহমান,নীলফামারী
নীলফামারী -৪ সৈয়দপুর-কিশোরগঞ্জ নির্বাচনী আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোকছেদুল ইসলামের গণসংযোগ অব্যাহত রয়েছে। সৈয়দপুর উপজেলার পাশাপাশি কিশোরগঞ্জ উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন। এরফলে দিন যতই যাচ্ছে তাঁর জনপ্রিয়তা ততই বাড়ছে। বর্তমানে গণসংযোগ করে আলোড়ন সৃষ্টি করেছেন ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সেই সাথে কেন্দ্রীয় নেতাদের সাথে চলছে লবিং। নীলফামারী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের নির্বাহী সদস্য সুপ্রিমকোট হাইকোট’র আইনজীবি ব্যারিস্টার মোকছেদুল ইসলাম গণ সংযোগের পাশাপাশি বন্যাদূর্গতের ত্রান বিতরণ করেছেন। তার পক্ষে এসব ত্রান বিতরণ করেন তার প্রতিনিধিরা। সৈয়দপুর উপজেলাসহ কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নগদ টাকা, চাল, ডাল, চিনি, চিড়া, গুড় ও খিচুরী বিতরণ করে বানভাসিদের আস্থা অর্জন করেছেন। এছাড়া দীর্ঘদিন থেকে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আলোচনা সভা ও মতবিনিময় সভা করেছেন। এরই অংশ হিসাবে গত ১৮ আগষ্ট সৈয়দপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে সন্ধ্যায় পার্বতীপুর মোড় আলিফ ইন্টারন্যাশনাল শোরুমে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকার, ৬ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হামিদ সরকার, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সহ সভাপতি নকিবুল ইসলাম সরকার, যুগ্ন সম্পাদক ওবাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান রাজু, রবিউল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা আগামী নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে ব্যারিস্টার মোকছেদুল ইসলামকে দেখতে চান। বক্তারা বলেন, ব্যারিস্টার নৌকা পেলে দলমত নির্বিশেষে তাঁর হয়ে কাজ করবেন বলে মতামত ব্যক্ত করেন।
অপরদিকে কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে কিশোরগঞ্জ বাজারস্থ্য গোল্ডেন ক্লাব চত্তরে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বাবুল, আওয়ামীলীগ নেতা সাবুল, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছসহ অনেকে। পৃথক দুইটি মতবিনিময় সভায় আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণির লোক উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার মোকছেদুল ইসলাম বলেন, ধোকাবাজী ও সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই না। মানুষ হয়ে মানুষের পাশে থেকে সেবা ও উন্নয়ন করতে চাই। অনেক রাজনৈতিক নেতারা নির্বাচিত হয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত থাকেন। সাধারণ মানুষের কথা চিন্তা করেন না। আমার রাজনীতি সাধারণ মানুষের জন্য। যারা নির্যাতিত, অবহেলিত, শোষিত তাদের জন্য। এছাড়া বিপদগামী যুবকসহ শিক্ষার্থীদের সমাজের মুলধারায় ফিরিয়ে আনা। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার সহযোগী হওয়া। বর্তমানে দুই উপজেলায় ঘুরে দেখা যায়, ব্যারিস্টার মোকছেদুল ইসলামকে অধিকাংশ ভোটাররা প্রার্থী হিসেবে দেখতে চান। বর্তমানে ব্যারিস্টারের জনপ্রিয়তা দেখে অপর মনোনয়ন প্রত্যার্শী প্রার্থীরা দিশেহারা হয়ে পড়েছেন। তাই এই মুহুর্তে নৌকার প্রার্থী হিসাবে ব্যারিস্টার মোকছেদুলের বিকল্প নেই। তিনি অন্যদের জন্য বড় ফ্যাক্টর হয়ে দাড়িয়েছেন।