পাসপোর্ট সেবা নিয়ে টিআইবির প্রতিবেদন খতিয়ে দেখা হবে
বাংলাদেশে পাসপোর্ট সেবা নিতে গিয়ে বেশিরভাগ সেবাগ্রহীতা অনিয়ম ও দুর্নীতির শিকার হচ্ছেন বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে— তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃংখলা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক বৈঠকের শেষে ব্রিফিং এ একথা বলেন।
তিনি বলেন, অনেক ক্ষেত্রেই টিআইবির গবেষণার সত্যতা খুঁজে পাওয়া যায় না, তবুও এ প্রতিবেদনের খোঁজ তার মন্ত্রণালয় করবে।
বৈঠকে দেশব্যাপী জঙ্গি দমনে কার্যক্রম আরও জোরদারের বিষয় গুরুত্ব দেয়া হয়। মিয়ানমার থেকে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গারা অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
জঙ্গীদের অর্থায়নের উৎস খুজে বের করার পাশাপাশি দেশের সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের প্রতিও নজরদারি করার নির্দেশনা দেন তিনি।
গত বছরের ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ৮ দিন সময়কালের এক সংক্ষিপ্ত গবেষণায় পাসপোর্ট সেবা পেতে মানুষের হয়রানি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতির বিষয় তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। ওই প্রতিবেদনে বলা হয় পাসপোর্ট সেবা পেতে ৫৫ দশমিক শূণ্য ২ শতাংশ মানুষ হয়রানি ও দুর্নীতির শিকার হয়।