‘ঘরের মাঠে বাংলাদেশ এখন অপরাজেয়’
একটা সময় ছিল, যখন টেস্ট ক্রিকেট মানেই বাংলাদেশের অবধারিত হার। কিন্তু গত দুই বছরে সেই ধারায় পরিবর্তন এসেছে। বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতায়ও এসেছে পরিবর্তন। বিশেষ করে ঘরের মাঠে বাংলাদেশ এখন অপরাজেয় দল বলে মনে করেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়া সিরিজেও টাইগাররা শুধু লড়াই করার জন্যই খেলবে না; জেতার মানসিকতা নিয়েই মাঠে নামবে।
সিপিএল খেলতে গিয়ে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিব বলেছেন, ‘আগে বড় দলগুলোর বিপক্ষে আমাদের মাইন্ডসেট ছিল ড্র করা, পাঁচদিন খেলা, আর ম্যাচ ড্র করা। তবে এখন আমাদের মধ্যে আত্মবিশ্বাসের কোনও ঘাটতি নেই। প্রতিপক্ষ যে-ই হোক, এখন আমরা মনে করি ঘরের মাঠে আমরা অপরাজেয়। এই বিশ্বাসটাই একটি দলকে ভালো টিম, উইনিং টিমে পরিণত করে।’
২০০৭ সালে বাংলাদেশের হয়ে সাকিবের টেস্ট অভিষেক হয়। এই সময়ে বাংলাদেশের খেলা ৫৬টি টেস্টের ৪৯টিতেই খেলেছেন সাকিব। অথচ একই সময়সীমার মধ্যে ইংল্যান্ড ১৩১টি এবং অস্ট্রেলিয়া খেলেছে ১১৪টি টেস্ট। শীর্ষ দলগুলোর সঙ্গে বাংলাদেশের এই পার্থক্যের কারণেই ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ হয়নি সাকিবের।
বিষয়টি নিয়ে সাকিব বলেছেন, ‘এটি হতাশাজনক। পার্থক্যটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু এমনটাই হয়ে আসছে। আমরা কিছুই করতে পারি না।’
সাকিবের বয়স এখন ৩০। বাঁহাতি অলরাউন্ডার দলে থাকতেই কি বাংলাদেশ ছুঁতে পারবে একটা বৈশ্বিক শিরোপা? আশাই দিচ্ছেন সাকিব, ‘আমি মনে করি, আমরা বিশ্বজয়ী হতে পারি। ২০১৯ বিশ্বকাপে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে। যদি না হয় তবে ২০২৩!’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সিপিএলে মাত্র তিন ম্যাচ খেলেই দেশে ফিরেছেন সাকিব। বাংলাদেশের বর্তমান দলটির কোনও খেলোয়াড়েরই অভিজ্ঞতা নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার।
সিরিজটা নিয়ে সাকিব বেশ রোমাঞ্চিত, ‘এই দলটার কেউ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেনি। এটা হবে ভীষণ রোমাঞ্চকর।’
আগামী রোববার শুরু হবে ঢাকা টেস্ট। এরপর ৪ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট, চট্টগ্রামে।