সৌদির সাড়া না পাওয়ায় হজযাত্রী ফ্লাইটে শঙ্কা
হজ যাত্রীদের জন্য বাড়তি ফ্লাইটের আবেদন করা হলেও এখনো সৌদি আরবের কাছ থেকে সাড়া পায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ফলে শেষ মুহূর্তের চাপ সামাল দেয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
বিমানের মুখপাত্র শাকিল মেরাজ জানিয়েছেন, ১২টি অতিরিক্ত স্লটের জন্য আবেদন করা হয়েছে তবে এখনো সৌদি কর্তৃপক্ষ কিছু জানায়নি।
বিমান অফিস বলছে, তাদের হাতে ৬০টি ফ্লাইট রয়েছে আগামী ৪ দিনে বিমান ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স পরিবহন করতে পারবে ৩২ হাজার হজ যাত্রী। এরপর ২৭ ও ২৮ আগস্ট অতিরিক্ত ফ্লাইটের অনুমতি পাওয়া না গেলে অনিশ্চয়তার মধ্যে পড়বেন প্রায় ৩ হাজার হজ যাত্রী। মঙ্গলবার পর্যন্ত জেদ্দা গেছেন ৯৪ হাজারের বেশি হজ যাত্রী। এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে।