কাপাসিয়ায় আইন শিক্ষায় ৩’শতাধিক প্রশিক্ষণ
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি :
সকল হাত এক করি নারী শিশু নির্যাতন বন্ধ করি স্লোগানে গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা প্রশাসন ও সুশিল সমাজের প্রতিনিধি’র সাথে মত বিনিময় করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। ২৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ, প্রতিকার, ভুক্তভোগীর সামাজিক পূর্ণবাসনে সকলের প্রচেষ্টাসহ মানবাধিকার আইন শিক্ষায় উপজেলায় বিভিন্ন গ্রামে ৩৪৩টি প্রশিক্ষণ দিয়েছে ব্র্যাক এর আইন সেবিকা ইউপি সদস্য পারুল ও আফরোজা বেগম।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ইউ এন ও মো. মাকছুদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, মহিলা বিষয় কর্মকর্তা নাসরিন আখতার, বীরমুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান আঃ হাই, ব্র্যাকের ফেসিলিটেটর এফ এম মশিউর রহমান, জেলা ব্যবস্থাপক এনামুল হক, উপজেলা ম্যানেজার আঃ আওয়াল, মাঠ সংগঠক ওবায়দুর রহমান, প্রধান শিক্ষক আঃ মালেক, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিট চীফ নুরুল আমীন সিকদার, সদস্য সচিব সাংবাদিক মন্জুরুল হক, নিকাহ রেজিষ্ট্রার আমিনুল ইসলাম, আঃ মোতালেব, হিন্দু বিবাহ রেজিষ্টার সঞ্জিব কুমার দাস প্রমুখ।
ইউএনও মাকছুদুল ইসলাম, কাপাসিয়া উপজেলার জনগোষ্ঠী’র চিত্র, বিবাহযোগ্য ও বিবাহত্তোর সংখ্যা, প্রথম গর্ভধারণ মায়ের বয়স নিধারণসহ বিভিন্ন বিষয়ে ব্র্যাকের সাথে মতবিনিময় করেছেন।
সভায় অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু বলেন, সমাজে মাদক ছেয়ে গেছে। মাদক রোধ করতে না পারলে বাল্য বিয়ে রোধ করা কঠিন। তাই সকলকে মাদক এর বিরুদ্ধে কথা বলতে হবে।
সাংবাদিক মন্জুরুল হক বলেন, কাপাসিয়ায় ৩ শিশু মৃত্যূসহ দেশে পানিতে ডুবে শিশু মৃত্যু বেড়েছে। এটার জন্য ব্র্যাক তথা রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া জরুরী। এছাড়া ব্র্যাক শিক্ষা কর্মসূচী’র আওতায় উপজেলায় ব্র্যাক পরিচালিত একটি স্কুলের উদ্বৃতি দিয়ে বলেন, শিশুদের জন্য খেলাধূলা মাঠ ও স্কুলে লেখাপড়ায় বিভিন্ন সুবিধা বাড়াতে হবে।
উল্লেখ, ব্র্যাক ২০১৫ সাল থেকে নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে ৬ টি কর্মসূচীর মাধ্যমে কুমিল্লা ও গাজীপুর জেলায় কাজ করে যাচ্ছে।