গাংনীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মেহেরপুর প্রতিনিধি : বরগুনার বেতালী উপজেলার উত্তর করুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মেহেরপুরের গাংনীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
গতকাল বৃহস্পতিবার গাংনী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক-শিক্ষিকারা। এদিন বিকেল ৩টার দিকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা সমিতির সভাপতি এবং গাংনী উপজেলার নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বকুল,সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও ভোমরদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমানুল্লাহ,বাংলাদেশ সরকারী প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি ও আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুজ্জামান সেলিম,শিক্ষক নেতা ও গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা,শিক্ষক নেতা ও বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাজহারুল ইসলাম।
শিক্ষক নেতা ও মাইলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তানজিদুর রহমান মুক্তির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা ও বালিয়াঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দীন,মুন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা গোলাম ফারুক,তেরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আল-ইমরান,শিক্ষক নেতা ও গাংনী থানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান কাজল,গাংনী নব-সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ হোসেন,সাধারণ সম্পাদক গোলাম হাসান। শিক্ষক আবু আব্দুল্লাহ মিলন,তারিকুজ্জামান,শিক্ষিকা খাদিজা খাতুন প্রমুখ।
এ সময় গাংনী উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।