শ্রীপুরে জনতার হতে ৩ ভুয়া ডিবি আটক
টি.আই সানি,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরের একটি গ্রামে ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে তল্লাশি চালানোর সময় তিন ব্যক্তিকে আটক করেছে গ্রামাবাসী। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর গ্রামের আব্দুল হালিমের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, গাজীপুর সদর উপজেলার আউচপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে সজিব, বরগুনা জেলার আমতলী উপজেলার তারকাটা গ্রামের ফজলুল হকের ছেলে মেহেদী হাসান, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ভুইয়ারহাট এলাকার আব্দুল কাদেরের ছেলে শাহিন। পরে তাদেরকে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ইন্দ্রবপুর এলাকার কাইয়ুম মোল্লা এবং গ্রামবাসী জানান, বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোরে একটি মাইক্রোবাসযোগে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ইন্দ্রবপুর এলাকার আব্দুল হালিমের বাড়িতে তল্লাশি শুরু করে। বাড়িতে মাদক রয়েছে অভিযোগে তারা তল্লাশি চালায়।
এ সময় বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা চিৎকার করে আশপাশের লোকজনের সাহায্য চান। পরে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে তাদের ধাওয়া দিয়ে আটক করে।