সুন্দরবনের ১০ কি.মি. মধ্যে শিল্প-কারখানা নয়: হাইকোর্ট
সুন্দরবনের আশপাশে ১০কিলোমিটার এলাকার মধ্যে কত শিল্প প্রতিষ্ঠান আছে তা আগামী ৬ মাসের মধ্যে তালিকা আদালতে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি শেষে এ আদেশ দিয়েছে।
পাশাপাশি সুন্দরবনের আশপাশে ১০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন কোনো শিল্প কারখানা স্থাপন না করারও আদেশ দেয় দিয়েছে আদালত।
'সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন' এর সভাপতি শেখ ফরিদুল ইসলাম জনস্বার্থে হাইকোর্টে এ রিট করেন।
রিটে বিবাদী করা হয় পরিবেশ, বন ও ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ ১২ জনকে।
আদালতে রিট আবেদনের শুনানি করেন ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন এবং তার সঙ্গে ছিলেন শেখ তাহসান আলী, ব্যারিস্টার রুমানা জামান, ব্যারিস্টার মো. আসিফুর রহমান।