ভেজাল সিরাপে ২৮ শিশুর মৃত্যু, দুই কর্মকর্তা বরখাস্ত
তারা হলেন : উপ-পরিচালক আলতাফ হোসেন ও সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে স্বাস্থ্যসচিব এ তথ্য জানান।
পরে বিষয়টি হলফনামা আকারে দাখিলের আদেশ দেয় আদালত। হলফনামা আকারে দাখিলের পরই এ বিষয়ে আদেশ দেয়া হবে।
আদালতে স্বাস্থ্য সচিবের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
এর আগে অদক্ষতা ও অযোগ্যতা প্রমাণ হওয়ার পরও ঔষধ প্রশাসনের ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় গত ১৮ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে তলব করে হাইকোর্ট।
গতকাল বুধবার তিনি আদালতে স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে আদালতে যে ব্যাখ্যা দেন তা গ্রহণ করেননি হাইকোর্ট।
যথাযথ ব্যাখ্যা নিয়ে স্বাস্থ্য সচিবকে আজ (বৃহস্পতিবার) ফের হাজির হতে নির্দেশ দেয় আদালত।